বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে ২০২০ সালের সূচক প্রকাশ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।প্রতিবছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে জার্মানির বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। ২০০১ সাল থেকে বাংলাদেশ এই জরিপের অন্তর্ভক্ত হয়েছে। টিআইবির তথ্য অনুযায়ী, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম (বাংলাদেশের স্কোর ১০০ তে ২৬) । দুর্নীতিমুক্ত দেশ হিসেবে প্রথম হয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। পরবর্তী অবস্থানে রয়েছে- ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ, অস্ট্রেলিয়া ও কানাডা। সবচেয়ে কম স্কোর ১২ পেয়ে তালিকায় পেছনের দিকে আছে সাউথ সুদান ও সোমালিয়া। সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান, দেশটির স্কোর ৬৮। তালিকায় এই দেশটির অবস্থান ২৪তম। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালদ্বীপ। এক বছরের মাথায় দেশটি ১৩০তম অবস্থান থেকে ৭৫তম অবস্থানে উঠে এসেছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটির স্কোর ৪০। তালিকায় দেশটির অবস্থান ৮৬তম। ২০১৯ সালের তুলনায় ভারতের অবস্থান ৬ ধাপ এগিয়েছে। ভারতের পরেই রয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। এরমধ্যে শ্রীলঙ্কা আগের চাইতে ১ ধাপ পিছিয়ে ৯৪তম অবস্থানে আছে। নেপাল ৪ ধাপ পিছিয়ে আছে ১১৭তম স্থানে।আর বাংলাদেশের ঠিক আগেই পাকিস্তানের অবস্থান। ২০১৯ সালের চাইতে দেশটি এক ধাপ পিছিয়েছে। দেশটির স্কোর ৩১। তালিকায় এর অবস্থান ১২৪ তম।
দুর্নীতির ধারণা সূচকে গত বছরের তুলনায় আরও দুই ধাপ নীচে নেমে এসেছে বাংলাদেশ।
