ঘন অরণ্যের মধ্যে দিয়েই চলে গেছে দীর্ঘ সড়ক পথ কিংবা রেলওয়ে। কিন্তু জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সেই পথকেই অতিক্রম করতে হয় বন্যপ্রাণীদের। ফলে মাঝেমাঝেই বিঘ্নিত হয় যান চলাচল। তবে তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয় বন্যপ্রাণীরাই। প্রায়শই সামনে আসে গাড়ি কিংবা রেলের ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা। সেই সমস্যা মেটাতেই তৈরি হয় এই বিশেষ ধরণের ব্রিজ।
বন্যপ্রাণীদের পারাপারের জন্য বিশেষ ব্রিজ
