মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে দ্বিতীয় রাষ্ট্রীয় অতিথি হিসেবে আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন শ্রীলঙ্কান প্রাধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ। শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্হিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এসময় শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে অভিনন্দন জানানো হয়।
ঢাকায় আসার আগে করা এক টুইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষে লিখেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সঙ্গে কাজ করতে চান।
দুই দিনের ঢাকা সফরের সময় রাজাপক্ষে আজ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন। আগামীকাল শনিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন।