কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এক বিরাট অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ১১ জন নিহত এবং ৪৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যূত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। প্রায় ৪০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
আগুনের ঘটনায় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ছয় শিশুসহ ১১ জনের মৃতের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। চারটি ক্যাম্পের প্রায় ১০ হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গৃহহীন হয়ে অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে, পাহাড়, জঙ্গলে আশ্রয় নিয়েছে। ঘটনা তদন্তে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
স্থানিয় জনগণ জানায়, গতকাল বেলা তিনটার দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে শিবির লাগোয়া ৮-ডব্লিউ ও এইচ, ৯ ও ১১ নম্বর শিবিরেও। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।