করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আজ করোনায় এক দিনে সর্বোচ্চ ৭৪ জন মৃত্যুর রেকর্ড দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩৩ হাজার ১৯৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল বুধবার সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৬৩ জনের। এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৫২১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *