কর্মহীনদের জন্য ৫৭২ কোটি টাকা বরাদ্দ

লকডাউনের কারণে দেশে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহায়তা দিতে ৫৭২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দিয়ে আদেশ জারি করেছে।

সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, এক কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০ পরিবারকে ভিজিএফ ‘Vulnerable Group Feeding (VGF)’ কর্মসূচির আওতায় এ আর্থিক সহায়তা দেওয়া হবে। এতে পরিবারপ্রতি ৪৫ টাকা কেজি দরে ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ড প্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *