কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে বিশাল এক মৃত তিমি স্থানীয় লোকজনের চোখে পড়ে। বেলা সাড়ে বারটার দিকে জোয়ারের পানি নামতে শুরু করলে তিমিটি প্রথম দেখা গেছে। তিমিটি লম্বায় ৩৫ ফুট। তিমির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ঠিক কখন কিভাবে ভেসে এসেছে তিমিটি তা বোঝা যাচ্ছে না, তবে কয়েকদিন আগেই যে মারা গেছে তা নিশ্চিত – কারণ তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।এক স্থানীয় জেলের মতে, সাগরে মাছ ধরার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তিমিটি মারা যেতে পারে। সে জানায় আজ সকালে (৬টা থেকে ৮টার দিকে) মৃত তিমিটি ভেসে আসে, পরে বেলা ১২টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে আটকে যায়।
কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত তিমি
