ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যেন সফলতার স্রোতে ভাসছেন। একের পর এক সাফল্য যোগ হচ্ছে তার ঝুলিতে। চলচ্চিত্র, সিরিজ এবং একাধিক ব্যবসার পাশাপাশি ইনস্টাগ্রাম থেকে তাঁর আয়ও ইঙ্গিত দিচ্ছে তেমনটাই।
চলতি বছর ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসাবের তালিকায় ২৭ নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এমা ওয়াটসন, ডেভিড ব্যাকহাম, উইল স্মিথদের মতো তারকাকে পেছনে ফেলে এই জায়গা দখল করেছেন তিনি।
ইনস্টাগ্রামে তার যে কোনও প্রচারমূলক পোস্টের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা। তালিকায় প্রিয়াঙ্কার পরের অবস্থানেই রয়েছেন এমা ওয়াটসন। প্রতি পোস্টে তার আয় প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা।