মহামারিতে কাজ করায় বোনাস পেল মাইক্রোসফট কর্মীরা

মহামারি করোনা ভাইরাসের মধ্যে কাজ করায় বোনাস পেয়েছেন মাইক্রোসফটের কর্মীরা। নির্বাহী ক্ষমতার বাইরে থাকা প্রত্যেক কর্মীকে ১ হাজার ৫০০ ডলার করে বোনাস দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মাইক্রোসফটের চোখে গত বছরটি ছিল খুবই চ্যালেঞ্জিং। ব্যতিক্রমী এই পরিস্থিতির মধ্যে কাজ করার স্বীকৃতি হিসেবে কর্মীদের বোনাস দেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ এক প্রতিবেদনে জানায়, মাইক্রোসফটে ২০২১ সালের ৩১ মার্চের আগে যোগদানকারী এবং ভাইস-প্রেসিডেন্ট পদের নিচে কর্মরত সবাই বোনাস পাবে। এমনকি পার্ট-টাইম কর্মীরাও এই বোনাসের আওতায় থাকবেন।

কর্মীদের বোনাস দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে মাইক্রোসফট। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “কর্মীদের এককালীন আর্থিক উপহারের মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত।” ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে প্রত্যাশিত মুনাফা অর্জন করেছে মাইক্রোসফট। গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ।

মহামারির শুরু থেকেই কর্মীদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিল বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। নানাভাবে তারা কর্মীদের পাশে দাঁড়িয়েছে। শুধু মাইক্রোসফটই নয়, মহামারিতে কর্মীদের বোনাস দিয়েছে ফেসবুকও।

২০২০ সালের মার্চে কর্মীদের এক হাজার ডলার করে বোনাস দেয় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। মহামারির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এবং হোম অফিসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এই বোনাস দেওয়া হয়। টেক জায়ান্ট গুগল ২০২০ সালের মে মাসে প্রত্যেক কর্মীকে এক হাজার ডলার বোনাস দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *