শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে ব্যতিক্রমী পদক্ষেপ

শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে চীনের গেমিং প্রতিষ্ঠান টেনসেন্ট। নতুন এই পদক্ষেপের কারণে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত গেম খেলতে পারবে না অপ্রাপ্তবয়স্করা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, গেম খেলার ক্ষেত্রে ‘ফেসিয়াল রিকগনিশন’ চালু করছে টেনসেন্ট। নির্দিষ্ট সময়ে শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে নতুন এই উদ্যোগটি নিয়েছে প্রতিষ্ঠানটি। টেনসেন্টের এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘মিডনাইট প্যাট্রোল’।

২০১৯ সালে অপ্রাপ্তবয়স্কদের গেম খেলার ওপর বিধি-নিষেধ আরোপ করে চীন সরকার। কিন্তু নানা কৌশলে এসব বিধি-নিষেধ অমান্য করতে শুরু করে তারা। শিশুদের এসব কৌশল রুখে দিতেই মিডনাইট প্যাট্রোল চালু করা হয়েছে।

টেনসেন্টের নতুন পদক্ষেপের কারণে গেম খেলার শুরুতেই প্রত্যেক ব্যবহারকারীকে ‘ফেসিয়াল রিকগনিশন’ বা মুখচ্ছবি স্ক্যান করে নিজের বয়সের প্রমাণ দিতে হবে। ফলে যেকোনও সময় গেম খেলার সুযোগ আর পাবে না শিশুরা।

গেমিং জগতের অন্যতম বড় প্রতিষ্ঠান টেনসেন্ট ২০১৮ সাল থেকে ‘ফেসিয়াল রিকগনিশন’ নিয়ে কাজ করছে। বর্তমানে তাদের ৬০টিরও বেশি গেমে এই প্রযুক্তি কার্যকর আছে। তবে বিদেশি গেমারদের জন্য এটি কার্যকর হবে কিনা তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *