আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ। রোববার (১৮ জুলাই) নামাজরত মুসল্লিদের টেনে-হিঁচড়ে মসজিদ থেকে বের করে দেয় ইসরায়েলি বাহিনী। শুধু তাই নয়- বেধড়ক পেটানো হয় নারীদের। নীতিমালা ভঙ্গের অজুহাতে আটক হন অনেকে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নামাজ আদায়ের জন্যে আল-আকসায় এসেছিলেন ফিলিস্তিনি নারীদের একটি দল। কিন্তু আল-আকসার দরজাই পেরোতে পারেননি। তার আগেই পড়েছেন ইসরায়েলি বাহিনীর বাধার মুখে।
এদিন পর্দানশীল মুসলিম নারীদের হয়রানির পাশাপাশি মাটিতে ফেলে মারধরও করে ইহুদি সেনারা। রীতিমতো গলা ধাক্কা দিয়ে বের করা হয় মসজিদ প্রাঙ্গণ থেকে। প্রতিবাদে ইট-পাটকেল ছুঁড়লে, ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় ইসরায়েলি সেনাবাহিনী।