এক ছাগলের দাম ১২ লাখ টাকা

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বাংলাদেশে এই উৎসব পালনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

ঈদুল আজহার অন্যতম আকর্ষণ কোরবানির পশুর হাট। নানা জাতের নানা রঙের পশু আকর্ষণের কেন্দ্রে থাকে। পাশাপাশি দামের কারণেও সাড়া পড়ে যায় বিভিন্ন এলাকায়।

এমনই সাড়া জাগানিয়া ঘটনা ঘটেছে ভারতে। দেশটিতে কুরবানির জন্য একটি ছাগল বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১২ লাখ টাকায়।

ওই ছাগলটি কিনেছেন গুজরাটের এক ব্যবসায়ী। বিক্রেতা আসফাক জানিয়েছেন, ছাগলটি পাঞ্জাবের বিঠল প্রজাতির। নাম তৈমুর। বিঠল প্রজাতির বিশেষত্ব হলো এদের উঁচু নাক হয় আর আকৃতিতে বিশাল। তৈমুর নামের ওই ছাগলের ওজন ১৯২ কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *