কলকাতা রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হলেন মুসলিম মেয়ে

কলকাতা রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মুসলিম পরিবারের মেয়ে রুমানা সুলতানা। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়।

উচ্চ মাধ্যমিকে ৫০০ এর মধ্যে রুমানা সুলতানা পেয়েছেন সর্বোচ্চ ৪৯৯ নম্বর। বাবা-মায়ের কাছে পড়েই এই সফলতা এসেছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী।

রুমানার বাবা রবিউল আলম পেশায় স্কুলশিক্ষক। তিনি মুর্শিদাবাদের ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন। মা সুলতানা পারভিনও শিক্ষক।

অবশ্য রুমানা সুলতানার মুসলিম পরিচয় নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল ঘোষণার সময় কর্তৃপক্ষ তাকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। তখন থেকেই সমালোচনার শুরু।

কেউ কেউ বলছেন, প্রথম হয়েছে এটাই বড় কথা। ধর্ম কোনও বিষয় নয়। আবার কারও কারও মতে, অবশ্যই তার মুসলিম পরিচয় দেওয়া উচিত। কারণ, কলকাতার মতো জায়গায় একটি মুসলিম মেয়ের প্রথম হওয়া মোটেই সহজ কিছু নয়।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *