বিভিন্ন রূপকথার গল্পে সোনায় মোড়ানো টয়লেটের অস্তিত্ব পাওয়া যায় প্রায়ই। এবার সেইসব রূপকথার গল্প ধরা দিল বাস্তবে। সম্প্রতি এক ব্যক্তির বাসায় পাওয়া গেছে সোনার টয়লেট। তাও আবার একটি নয়; দুটি।
সোনার দুটি টয়লেটের মালিক রাশিয়ার এক পুলিশ কর্মকর্তা। অ্যালেক্সি সাফোনভ নামের ওই ব্যক্তি দেশটির স্টাভরোপোল অঞ্চলে নিযুক্ত ছিলেন৷ তবে সম্প্রতি দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয়েছে তাকে।
সূত্র: ডেইলি মেইল
ছবি: প্রতীকী