কেউ বলেন বুদ্ধির খেলা, আবার কেউ বলেন ধৈর্যের। বলছি রুবিক’স কিউবের কথা। দিন দিন এটি জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশেও এই ‘পাজেলের’ জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেড়েছে।
রুবিক’স কিউব ব্যবহারকারীদের মনে একটা প্রশ্ন আসতেই পারে- কে এটি তৈরি করেছেন? কার হাত ধরে বুদ্ধিদীপ্ত এই গেমের সূত্রপাত?
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রুবিক’স কিউব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, রুবিক’স কিউবের উদ্ভাবক হলেন হাঙ্গেরিয়ান অধ্যাপক এরনো রুবিক।
১৯৭৪ সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ডিজাইনের প্রফেসর থাকাকালীন নিজের শিক্ষার্থীদের জন্য রুবিক’স কিউব তৈরি করেন এরনো রুবিক। তখন এটির নাম ছিল ‘ম্যাজিক কিউব’। তবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এরনো রুবিকের নাম অনুসারে এর নাম রুবিক’স কিউব করা হয়।