আবারও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে ব্যর্থ ভারত

কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে ভারতের ব্যর্থতার কথা মাঝেমধ্যেই শোনা যায়। আরও একবার এমন সংবাদ পাওয়া গেল। বৃহস্পতিবার আবারও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে ব্যর্থ হলো দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কৃত্রিম উপগ্রহটি শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয় নির্দিষ্ট সময়েই। কিন্তু লক্ষ্য সফল হয়নি। যান্ত্রিক গোলযোগের জন্য কক্ষপথে পৌঁছতে পারনি ইসরোর কৃত্রিম উপগ্রহ। বৃহস্পতিবার ভোরে এই খবর টুইট করে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয় ইওএস-০৩ নামের একটি উপগ্রহ। জিএসএলভি-এফ১০ রকেটের মাধ্যমে এই উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার লক্ষ্য ছিল ইসরোর। পরিকল্পনা অনুযায়ী সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবেই উৎক্ষেপিত হয়েছিল ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি’। টুইট করে সেটি নিশ্চিতও করেছিল ইসরো।

কিন্তু উৎক্ষেপণের ঘণ্টাখানেক পরেই আরেকটি টুইট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সেই টুইটে জানানো হয়, “উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে স্বাভাবিক থাকলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছতে পারেনি এই উপগ্রহ। তার আগেই যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। এ জন্য অভিযান সফল হলো না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *