করোনার কারণে আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে পরীক্ষা নেয়া হবে। শিক্ষার্থীদের যে সিলেবাস দেয়া হয়েছে। সে অনুযায়ী পরীক্ষা হবে।