অবশেষে তালিবানের কাছে হার মানতেই হলো আফগান সরকারের। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার (১৫ আগস্ট) আত্মসমর্পণ করেছেন। ফলে আফগানিস্তানের ক্ষমতা যাচ্ছে তালিবানের হাতে।
আল-আরাবিয়া টিভির বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, আশরাফ ঘানি আত্মসমর্পণ করেছেন। তালিবান এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকওয়াল বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হবে। তালিবান নেতারা তাদের যোদ্ধাদের কাবুলে প্রবেশ না করার আদেশ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানায়, এরই মধ্যে একটি রেকর্ডেড বক্তব্য প্রকাশ করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, আফগানদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কাবুলে কোনও হামলা হবে না। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর হবে।