ট্রেনের জানালা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল চুরি করতে এসেছিল এক যুবক। এরপর ধরা পড়ে যান যাত্রীদের কাছে। অভিযুক্তের হাত জানালার এপার থেকে ধরে টেনে রাখেন যাত্রীরা। এরপর ট্রেন চলতে শুরু করে। এভাবে প্রায় ১০ কিলোমিটার পথ ঝুলিয়ে রাখা হয় ওই যুবককে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। খবর আনন্দবাজার পত্রিকার।
বুধবার রাতে বিহারের বেগুসরাইয়ের সাহেবপুর কামাল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।