নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার হেডম্যানপাড়া সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে অং থোয়াইং তঞ্চঙ্গা (২২) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার দুপুরে এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, শুক্রবার দুপুর ২টার পরে মিয়ানমার সীমান্তের ৩৫ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন শুন্যরেখার কাছে গরু আনতে গেলে ল্যান্ড মাইন বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয় অং থোয়াইং তঞ্চঙ্গা।
আহত অং থোয়াইংয়ের মা ইয়াং মে চাকমা দাবি করেছেন, মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ছেলের পা উড়ে গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমারের সীমান্তের বিস্তীর্ণ এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। আহত যুবক সীমান্তের শুন্যরেখা অতিক্রম করলে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়। তার একটি পা ঝলসে যায়। তাকে প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে।