শেওড়াপাড়া আর উত্তরা মধ্য স্টেশন চালু করে মেট্রোরেলের প্রথম পর্বের ৯টি স্টেশনই খুলে দেয়া হলো। শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় চালু হয় বাকি এ দুটি স্টেশন। এখন থেকে সব কটি স্টেশনেই থামবে মেট্রোরেল।
স্টেশন দুটির উদ্বোধন ঘিরে এদিন সকাল থেকেই নিজেদের সকল প্রস্তুতি সম্পন্ন করে যাত্রীর অপেক্ষায় ছিলো মেট্রোরেল কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকেই একে একে আসতে শুরু করেন যাত্রীরা। অনেকেই টিকিট কাটেন ম্যানুয়াল পদ্ধতিতে। আবার অনেকের পছন্দ স্বয়ংক্রিয় মেশিন। কোনো ঝামেলা ছাড়াই টিকিট সংগ্রহ করে মেট্রোতে চাপেন যাত্রীরা।
মেট্রোরেল চলবে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এছাড়া আগামী ৫ এপ্রিল শুরু হবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলাচল; আর ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে জুলাই থেকে।
ডিসেম্বরে সীমিত পরিসরে এ স্বপ্নযাত্রা শুরুর পর থেকেই বাড়ছে মেট্রোরেলের পরিধি। দুটি দিয়ে যাত্রা শুরু করলেও এখন প্রথম পর্বের ৯টি স্টেশনই সচল হলো। এতে যাত্রীরা আধুনিক এ যাতায়াত সুবিধার সেবা নিতে পারবেন সব স্টেশন থেকেই।
২৯ মার্চ পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন হয়েছে ১০ লাখ ৭৭ হাজার, যা থেকে আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। পরিচালনা ব্যয় ৭ কোটি ৩৩ লাখ টাকা, যার বেশির ভাগ বিদ্যুৎ বিল।