অবশেষে একযোগে সব পোশাক কারখানায় সব ধরনের নতুন নিয়োগ বন্ধের মতো কঠিন সিদ্ধান্ত নিলো বিজিএমইএ। একই সঙ্গে ‘নো ওয়ার্ক, নো পে’র পথে হাঁটতে কারখানা মালিকদের নির্দেশ দিয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনটি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সংগঠনটির সদস্যদের উদ্দেশে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মালিকপক্ষের শক্ত অবস্থানের কথা জানায় বিজিএমইএ।
একদিকে যুদ্ধ আর উচ্চ মূল্যস্ফীতির ফাঁদ অস্থিরতা কাটছে না বিশ্ববাজারে। অন্যদিকে রপ্তানি আয় ও ক্রয়াদেশ কমতে থাকার মধ্যেই বেশ কিছুদিন ধরে শ্রমিক অসন্তোষসহ অস্থিতিরতা বিরাজ করছে দেশের তৈরি পোশাক শিল্পে।
জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সংশ্লিষ্টতায় পোশাক শিল্পকে বিপর্যয়ে ঠেলে দেয়া হচ্ছে বলে দাবি করে আসছিলেন শিল্প মালিকরা। আর এবার তারা হাঁটলেন কঠোর পথে।বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সংগঠনটির সদস্যদের উদ্দেশে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মালিকপক্ষের শক্ত অবস্থানের কথা জানায় বিজিএমইএ।