আইপিএলের নিলাম চলছে দুপুর থেকে। তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চোখ পেসার মুস্তাফিজুর রহমানের ওপর। নিলামের একেবারে শেষদিকে তার নাম তোলা হয়, সেখানে প্রথম ডাকেই ফিজকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ভিত্তি মূল্য ২ কোটি রুপিতেই মহেন্দ্র সিং ধোনির দল তাকে কিনে নিয়েছে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে টাইগার পেসারকে অভিনন্দন জানিয়েছে চেন্নাই।
গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্যাঞ্চাইজিটি। তাই নিলামে নাম দিয়েছিলেন মুস্তাফিজ। এবার তিনি দলও পেয়ে গেলেন। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে ধোনির দল।